ভালোবাসা

ভালোবাসা কোন সিলেক্টিভ জিনিস না যে আপনে কিছু মানুষরে অথবা কিছু জিনিসরে সিলেক্ট কইরা তারপর বাসবেন। ভালোবাসা হইলো সূর্যের আলোর মত। সূর্য কোন দেশ, জাতি, বর্ণ, ধর্ম, অথবা গোত্ররে বাছাই কইরা তাঁর আলো বিলায় না। সে সবাইরেই আলো দেয়, কারণ এইটাই তাঁর স্বভাব। ভালোবাসার স্বভাবটাও এমনই। কিন্তু আপনে আসলে সবাইরে ভালবাসতে পারেন না। এর কারণ আপনে আপনার ভালোবাসারে বিভিন্ন রকম ইল্যুজারি শেইপ দেন, তারপর একেক শেইপের ভালোবাসা একেক ধরণের মানুষের জন্যে বরাদ্দ রাখেন। এতে কেউ কেউ আপনার কাছে বিশেষ হইয়া উঠে। আর এই বিশেষজনের জন্যে আপনার ভালোবাসার উত্তম শেইপটা জমাইয়া রাখেন। এমন কইরাই আমরা সবাই ভালবাসাবাসি করি। এইটা খুবই ছোট মাপের ভালোবাসা। এই ধরণের ভালোবাসা আমাদেরকে ক্ষুদ্র থাইকা আরও ক্ষুদ্রতর করে। কারো কাছ থাইকা বিশেষ শেইপের ভালোবাসা পাওয়ার জন্যে আমরা উদগ্রীব হইয়া থাকি। এইটা পাওয়া- না পাওয়া নিয়া শুরু হয় আমাদের টানাপোড়েন। কিন্তু মজার বিষয় হইলো, ভালো আমরা কেউই বাসতে পারি না, কিংবা বাসার দরকারও নাই। কারণ আমরা সবাই আসলে ভালোবাসা দিয়াই তৈরি, আমরাই ভালোবাসা। সেই ভালোবাসার চারপাশে যেই আর্টিফিশিয়াল দেয়ালগুলা তুইলা রাখছি, আমরা কেবল সেইগুলা ভাইঙ্গা ফেলতে পারি। তখন ভালোবাসা তাঁর নিজের স্বভাবের তাড়নায় নিজেই সবাইরে খুইজা নিবো।

ভালোবাসা।। অগাস্ট ২০, ২০১৬।

Comments

comments

1,575 views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *