দুই মাথাওয়ালা কবিতা

বল “মৃত্যু” এবং পুরো ঘরখানা জমে যাবে—
এমনকি আসবাবপত্রগুলো নড়াচড়া বন্ধ করে দিবে,
এমনকি বাতিগুলোও।
যেন একটা কাঠবিড়ালি হঠাৎ তাঁর উপর নিবদ্ধ কোন দৃষ্টির অস্তিত্ব টের পেল।

বল “চলমান”,
সবকিছুই নড়েচড়ে উঠবে, ছুটবে সম্মুখ পানে,
তোমার জীবন পুরনো ফিল্মের অমসৃণ পৃষ্ঠতলকে
তুলে নিয়ে চলতে থাকবে।

এটা জপতে থাকো, মুখে ধরে রাখো মুহূর্তের পর মুহূর্ত,
দেখবে একটা নতুন অক্ষরে রূপ নিয়েছে।
একটা শপিং মল অনবরত ঘুরছে পোকাটির মরদেহ ঘিরে।

মৃত্যু রাক্ষুসে, গিলে খায় সকল জীবিতকে,
জীবন রাক্ষুসে, গিলে খায় সকল মৃতকে,
কোনটাই কখনও সন্তুষ্ট হয় না, তোলে না তৃপ্তির ঢেঁকুর,
না মৃত্যু, না জীবন।
এরা গিলে খায়, গিলে খায় পুরো পৃথিবীটাকে।

জীবনের থাবা মরণের থাবার মতই শক্তিশালী।

(কিন্তু সেই হারিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া প্রিয়তমা, ও কোথায়?)

তর্জমা
০৯/০৩/২০১৬
মূলঃ পয়েম উইথ টু এনডিংস— জেইন হারসফিল্ড

Comments

comments

1,646 views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *