দুনিয়ার সব দুঃখ, কষ্ট আর ভোগান্তির মূলে যা কাজ করে তা হইলো মানুষের একাকীত্ব। এক গাদা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়া, পার্টি কইরা, রেস্টুরেন্টে খাইয়া সেলফি তুইলা ফেসবুকে আপলোড দিয়া আপনে আপনার এই একাকীত্ব দূর করতে পারবেন না। পারেন ও না। কিংবা খুব কেয়ারিং এবং আপনার মনের মত জুতসই কোন জীবনসঙ্গীও আপনার সত্যিকারের একাকীত্ব দূর করতে পারবে না। এইগুলা কেবল আপনার লাইফে একটা নয়েজ ক্রিয়েট করতে পারে, যা আপনারে কিছুক্ষণ অথবা কিছুদিনের জন্যে ব্যস্ত কইরা রাখে। সুতরাং কোন কাবজাব মানুষের একাকীত্ব ঘুচাইতে পারে না। একাকীত্ব আসে ডিসকানেকশন থাইকা। আর ডিসকানেকশন আসে ল্যাক অব সেলফ এওয়ারন্যাস থাইকা। নিজের আসল সত্ত্বাটারে চিনা নিয়া নিজের সাথে নিজে কানেকটেড হওয়াটা জরুরী। কারণ, নিজের ভেতরেই বাস করে পুরো বিশ্বব্রহ্মাণ্ড।
জুলাই ২৫, ২০১৬।