জীবন

জীবনরে আপনে যতই আঁকড়াইয়া ধরার চেষ্টা করবেন, জীবন ততই আপনার আঙ্গুলের চিপা দিয়া পিছলাইয়া চইলা যাইব। জীবন পিছলা। এইটাই তাঁর স্বভাব।

জীবন কোন সলিড জিনিস না যারে আপনে টানা হেঁচড়া কইরা জোর কইরা সফলতার দিকে টাইনা নিয়া যাইবেন, এরপর এক সময় সফল হইবেন। সফলতা কোন নির্দিষ্ট গন্তব্য না, যেইখানে আপনে অনেক চেষ্টা কইরা একসময় পৌঁছাইবেন। সফলতা হইল প্রতিটা মুহূর্তরে উপভোগ করা। সেইটা ভালোও হইতে পারে, খারাপও হইতে পারে। আর উপভোগ করা মানে খুব মজা করা না, বরং অনুভব করা।

তো জীবনরে আপনে কিছুতেই আঁকড়াইয়া ধরতে পারবেন না। কারণ জীবন হইলো পিছলা, জীবন হইলো একটা প্রবাহ। এইটা কোথাও যায় না, কোথা হইতে আসেও না, আবার কোথাও দাঁড়ায়ও না। এইটা নিজের মত কইরা প্রতি মুহূর্তে উঠে আর নামে, এইটা একটা ছন্দ।

আপনে তাইলে কি করবেন? জীবনরে ক্যামনে ধরবেন? আপনার আসলে কোন ধরাধরি করার দরকার নাই। আপনে নিজেই জীবন, আপনে শুধু জীবনের ছন্দে নাচবেন। এইটাই সফলতা। আপনে হয়তো সেইটা পারতেছেন না, অর্থাৎ নাচের তালটা ঠিক ধরতে পারতেছেন না।

যারা সাতার জানে না তাঁরা তা কেন জানে না জানেন? জানেন বোধয়। তারপরেও বলি। তাঁরা পানিতে পড়ার সাথে সাথে প্যানিক হইয়া যায়, পইড়াই হাত পা ছুড়াছুড়ি শুরু কইরা দেয়। তারপর এক সময় পানিপুনি খাইয়া ডুইবা যায়। তাঁরা জানে না যে পানিতে পইড়া গেলে রিলাক্স হইয়া হাত পা ছাইড়া দিলে, অথবা হালকা নাড়াচাড়া করলে তাঁরা পানিতে ডুবত না। জীবনটা আসলে পানির মতই। এইখানে জোরাজুরি কইরা আপনে নিজের ব্যালেন্স ধইরা রাখতে পারবেন না।

আপনারে জীবনের স্বাদ নিতে হইলে রিলাক্স হইতে হইব। তাই বুদ্ধা কয়, ‘রিলাক্স, নাথিং ইজ আন্ডার কন্ট্রোল’।

জীবন।। শরিফুল ইসলাম।। সেপ্টেম্বর ০১, ২০১৬।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *