নিম্ন ভূমিরা আমায় ডাকে
সাড়া দিতে আমি উতলা
তাঁরা আমায় বিনামূল্যে বাসস্থানের
প্রস্তাব দেয়, বিনাশ্রমে।
ওদিকে সুবিশাল পর্বতটি নড়েচড়ে উঠে
আঙ্গুলের ইশারায় আহবান জানায়, আরোহণের
পিচ্ছিল মোড় গুলো বেয়ে উপরে উঠাটা কঠিনতর!
আমি দুটি পথ একসাথে বেছে নিতে পারি না
সামনে আমার একটি পথই খোলা
আমাকে দিতে হবে বিজ্ঞতার পরিচয়
এটাই নির্ধারণ করবে আমার ভাগ্য
আমি বেছে নেই, আমি বেছে নেই পর্বতটা
তাঁর সকল প্রতিকূলতা আর চাপের সাথেই
কারন আরোহণেই আমি গমন করব
সমতলের ঊর্ধ্বে
আমি বেছে নেই পর্বতটা
এবং আমার আরোহণ কখনও থামবে না
আমি পর্বতটা বেছে নেই
এবং আমি হব চির ঊর্ধ্বগামী
আমি পর্বতটাই বেছে নেই।
তর্জমা
০৪/০৩/২০১৬
মূলঃ আই চুজ দ্যা মাউনটেইন —হাউয়ার্ড সিমন