আমি তোমার হৃদপিণ্ড সাথে নিয়ে ঘুরে বেড়াই (তোমার হৃদপিণ্ড
আমারটার ভিতরেই থাকে) এটা ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারি না (যেখানেই
আমি যাই, তুমিও যাও, প্রিয়া; আমি যা করি; সেটা যেন তুমিও কর)
আমি ভঁয় পাই না
অদৃষ্টকে (কারণ তুমিই আমার অদৃষ্ট, প্রিয়তমা) দুনিয়ার
কিছুই আমি চাইনা (কারণ তোমার সৌন্দর্যেই অস্তিত্বমান আমার পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড)
একটা চাঁদের সকল গুণাবলী
ঝিকঝিক করে তোমার অবয়বে
আর একটা সূর্যের গাওয়া গানের
সব কয়টা সুর, সেটাও যেন তুমিই
শোন, একটা গভীর গোপন কথা তোমাকে বলি, যা কেউ জানে না
(‘জীবন’ নামের একটা গাছ আছে, যার শেকড়ের শেকড়, মুকুলের মুকুল, আসমানের আসমান বাড়তে বাড়তে
সেখানে পৌছায়, আত্মা যেখানে পৌঁছানোর কথা চিন্তাও করতে পারেনা, মন যাকে লুকাতে পারেনা)
এই যে বিস্ময়, এটাই তারাদের মাঝখানে দূরত্ব সৃষ্টি করে রাখে
আমি তোমার হৃদপিণ্ড সাথে নিয়ে ঘুরে বেড়াই (তোমার হৃদপিণ্ড
আমারটার ভিতরেই থাকে)
তর্জমা
মে ১১, ২০১৬
মূলঃ আই ক্যারি ইউর হার্ট উইথ মি — ই ই কামিংস