homeboaboa envsrcboawebsitesite medialove birds 1 1

আমিই প্রথম ভালবেসেছি তোমায়

আমিই প্রথম ভালবেসেছি তোমায়ঃ কিন্তু তারপর তোমার প্রেম
টপকে দিয়ে আমারটা, গেয়ে উঠল এমন উচ্চসুরের গান
যে সুরে হারিয়ে গিয়েছিল আমার ঘুঘুর মিষ্টি কূজন।
কে কার কাছে বেশী ঋণী? আমার প্রেমটা ছিল দীর্ঘ,
আর তোমার এক মুহূর্তের প্রেম যেন আরও শক্তভাবে আঁকড়ে ধরেছিল আমায়;
আমি ভালবেসেছি, অস্পষ্ট চোখে দেখেছি তোমায়, তুমি বিশ্লেষণ করেছো আমার ব্যাকরণ
এবং ভালবেসেছ আমার ‘আমি’টাকে—
না, কোন মাপকাঠিই আমাদের প্রেমকে মাপতে পারে না।
প্রকৃত প্রেম কোন ‘আমি’ আর ‘তুমি’ কে চিনে না,
মুক্ত প্রেম আলাদা ‘আমি’ আর ‘তুমি’ কে নিয়ে সেরে উঠেছে;
প্রেমে একজনই দুজন আর দুজন হয় একজন।
বিশুদ্ধ প্রেম জানে না ‘যেটা আমার সেটা তোমার নয়’
দুজনের শক্তি সমান, দৈর্ঘ্যও সমান,
ভালবাসায় দুইয়ে দুইয়ে হয় এক।

Comments

comments

1,592 views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *