অতীত নেই, ভবিষ্যৎ নেই
পূর্ব-পশ্চিম দিকও নেই।
ওপরে আকাশ নেই, নিচে মাটি নেই ।
বুম! সব উধাও। ফাঁকা। শূন্য।
পবিত্র মহাশূন্য!
আছে মুহূর্ত, অনন্ত মুহূর্ত।
আছে মুহূর্ত প্রেম, শর্তহীন অনন্ত প্রেম।
আমি নেই।
তুমি, সে কেউই নেই।
সূর্য নেই, চন্দ্র নেই।
মিল্কিওয়ে গ্যালাক্সিও নেই।
আছে সব, আছে সবাই।
সবই এক। একটাই বিন্দু।
শুরু নেই, শেষও নেই।
জন্ম নেই, তাই মরণের কথাও নেই,
বর্ণ, জাত, দেশও নেই।
অক্ষর, শব্দ, ভাষা নেই।
কথামালার ঝঙ্কার নেই।
আছে নীরবতা। মহা নীরবতা।
আহ! মুক্তি!
আমি ঈশ্বরের ছন্দে নেচে উঠি।
মুক্তির আনন্দে ধেই ধেই করে নাচি।
মহানৃত্য।
উদ্দ্যেশ্য নেই, গন্তব্যও নেই।
আছে পথ।
আমি পথ, আমিই পথিক।
পথে হাটি, পথেই হারাই।
তোমরা কেউ “মুহূর্ত সুধা” আমার মুখে ঢেলে দাও,
আমি আজ মুখের পথও হারিয়েছি।