আমার সত্যিকারের পরিচয় কোনো নাম, জাতি, দেশ, বর্ণ ও ধর্ম দিয়ে সংজ্ঞায়িত করা না গেলেও, আর দশটা মানুষের মত আমাকেও একটা আরোপিত পরিচয় নিয়ে সমাজে চলাফেরা করতে হয়। কারণ, সাধারণত আমাদের সমাজে মানুষ নির্দিষ্ট লেবেল অথবা ট্যাগ ছাড়া নিজের অস্তিত্ব প্রকাশ করতে পারে না এবং অন্যের অস্তিত্বও টের পায় না। এহেন সমাজে বসবাস করতে গিয়ে আমারও গায়ে কিছু ট্যাগ লাগিয়ে চলতে হয়। তদানুসারে, আমার নাম শরিফুল ইসলাম। আমি একজন কবি, অনুবাদক, লেখক ও দার্শনিক। জন্ম ১৯৮৮ সালে রংপুরের পীরগাছায়। পিত্রালয় কুমিল্লায়। শৈশব কেটেছে চট্টগ্রামে। ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। লেখালেখির শুরু প্রবন্ধ লেখা আর ব্লগিঙ্গের মধ্যে দিয়ে।
প্রকাশিত বইসমূহ:
- নির্বাচিত ভিনদেশী গল্প (২০১৮, ঢাকা)
- শূন্য (২০২০, ঢাকা)
- নিউরোদর্শন (প্রথম প্রকাশঃ ২০২৩, কলকাতা; দ্বিতীয় প্রকাশঃ ২০২৫, ঢাকা)
- সিনেদর্শন (২০২৫, কলকাতা)
আমাকে ফেইসবুকে পেতে চাইলে ক্লিক করুন এখানেঃ শরিফুল ইসলাম