tour hires 5

দ্যা সেন্টিপিডস ডাইলেম্মা

একবার এক ব্যাঙ একটা শতপদী সেন্টিপিডরে জিগাইল,

“ভাই, তুমি এই একশোটা পাও নিয়া কিভাবে এত সুন্দর কইরা হাইটা বেড়াও? সাবলীল ভঙ্গীতে এতগুলা পাও সিঙ্করোনাইজ কইরা কিভাবে হাঁটো? কোন পায়ের আগে কোন পাওটা ফেলতে হয় সেই হিসাবটা কিভাবে রাখো? আমার তো দুইটা পাও ম্যানেজ করতেই বেগ পাইতে হয়!”

সেন্টিপিড এই কথা শুইনা একটু চিন্তায় পইড়া গেল। তারপর হাঁটার সময় তাঁর পাও ফালানোর হিসাব নিয়া নিজে এনালাইসিস শুরু কইরা দিল। এনালাইসিস শেষ কইরা কিছুক্ষণ পর হাঁটতে গিয়া টের পাইল যে সারা জীবন নিশ্চিন্তে সুন্দর কইরা হাঁইটা আসলেও, এখন প্রতি পদে পদেই তাঁর পায়ে পায়ে প্যাচ খাইয়া যাইতেছে।

অতঃপর, সেন্টিপিড আর কখনই ঠিক কইরা হাঁটতে সক্ষম হইল না।

[দ্যা সেন্টিপিডস ডাইলেম্মা]

Comments

comments

1,802 views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *