heart 017

যে আলো বেয়ে উঠে তোমার পা থেকে চুলে

যে আলো বেয়ে উঠে তোমার পা থেকে চুলে,
যে শক্তি আঁকড়ে ধরে তোমার কমনীয় অবয়ব,
তাঁরা নয় কোন মুক্তোর মা, নয় কোন শীতল রৌপ্যঃ
তুমি একটা রুটি, আগুনের আদুরে আঁচে তৈরি রুটি।

শস্যরা বেড়ে উঠেছিল তোমার ফসলে,
শুভ সময়ে ফুলে উঠেছিল ময়দারা;
ঠিক যেন ময়দার তালে ফোটা গোলাপ, দ্বিগুণিত তোমার বক্ষযুগল,
আর আমার ভালোবাসা ছিল মাটিতে অপেক্ষারত কয়লা।

ওহ, রুটি, তোমার ঐ কপাল, দুটো পা, তোমার মুখ,
যে রুটি আমি গোগ্রাসে গিলি, ভোরের আলোয় জন্ম,
আমার ভালোবাসা, সকল বেকারির সঙ্কেত-পতাকাঃ

আগুন তোমায় শিখিয়েছে রক্ত-শিক্ষা
তুমি পবিত্রতা শিখেছ ময়দা থেকে,
তোমার ভাষা, আর সৌরভ এসেছে রুটি থেকে।

তর্জমা
৩১/০৩/২০১৬
মূলঃ সনেট ১৩- পাবলো নেরুদা

Comments

comments

1,817 views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *