IMG4163 1398964528

ব্যাকুল আমি, চাই তোমার মুখ, তোমার কণ্ঠ, তোমার চুল

ব্যাকুল আমি, চাই তোমার মুখ, তোমার কণ্ঠ, তোমার চুল।
নির্বাক, তীব্র ক্ষুধায় কাতর আমি, খাদ্যান্বেষণে ঘুরে ফিরি পথে পথে।
রুটিতে আমি তুষ্ট হই না, ভোর আমাকে ব্যহত করে, সারাটি দিন
আমি খুঁজে বেড়াই তোমার পায়ের তরল পদধ্বনি।

আমি ক্ষুধার্ত তোমার মুখের নরম হাসির জন্যে,
তোমার হাতের ঐ বুনো ফসলের রঙটার জন্যে,
তোমার নখের বিবর্ণ পাথর গুলোর জন্যে,
আমি খেতে চাই তোমার গায়ের চামড়া একটা আস্ত বাদামের মত।

আমি খেতে চাই তোমার প্রাণবন্ত শরীরে জ্বলে উঠা সূর্যকিরণ,
খেতে চাই তোমার উদ্ধত চেহারার সার্বভৌম নাকটা,
আমি খেতে চাই তোমার অক্ষিপক্ষের ক্ষণস্থায়ী ছায়াটা,

আর ঘুরে বেড়াই ক্ষুধার্তদের আশেপাশে, শুঁকে দেখি সন্ধ্যাটাকে
খুঁজে বেড়াই তোমাকে, তোমার তপ্ত হৃদপিণ্ডটাকে,
আমি খুঁজে বেড়াই ঠিক কুইটরেচুর মরুভূমিতে একটা পুমার মতই।

তর্জমা
০৭/০৪/২০১৬
মূলঃ আই ক্রেইভ ইউর মাউথ—পাবলো নেরুদা

Comments

comments

3,591 views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *